নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাচোলে ব্যাপক নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাচোলে ব্যাপক নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে নিজ গ্রাম ঝিকড়ায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। নেতাকর্মীদের ঢল—নাচোলের রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ

দোয়া মাহফিল শেষে দুপুরে তিনি বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার–ফেস্টুন নিয়ে নাচোল বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সেখান থেকে একটি নির্বাচনী পথসভা বের হয়। পথসভাটি রেলস্টেশন হাট চাতাল প্রাঙ্গণে গিয়ে বর্ণাঢ্য শোডাউনে পরিণত হয়।

র‌্যালির পুরো পথজুড়ে “ধানের শীষ”–এর পক্ষে স্লোগান, নেতা–কর্মীদের উচ্ছ্বাস ও জনসম্পৃক্ততার চিত্রে নাচোল বাজারে নির্বাচনী উত্তাপ সৃষ্টি হয়। রেলস্টেশন হাট চাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম।“ধানের শীষ শান্তির প্রতীক”—প্রার্থী আমিনুল ইসলামের বক্তব্য

বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন—

“আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। দলমত-নির্বিশেষে সবার কাছে অনুরোধ, ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় সামিল হোন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রচারণা চালাতে হবে। কোনো প্রকার অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন যেন না ঘটে—সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন—

“নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট এই তিন উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির এই প্রার্থী বলেন—

“যে কোনো অভিমান, বিভিন্নমত বা বিরোধ ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের এই নির্বাচন শুধু দলের নয়—এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন।”সভায় বক্তৃতা দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী মাস্টার পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান সাধারণ সম্পাদক দুরুল হোদা উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর কামাল

কসবা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম

নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন উপজেলা যুবদলের সভাপতি আসিক মাহমুদ সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি নূহ আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল, কৃষক দল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকায় নির্বাচনী আমেজ বাড়ছে পথসভা ও আলোচনাসভা ঘিরে নাচোল বাজারে উল্লেখযোগ্য ভিড় দেখা যায়। ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ, পথচারী ও সাধারণ ভোটাররা প্রার্থীর বক্তৃতা শোনার জন্য থমকে দাঁড়ান। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন।