নাচোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে
আবুল হোসেন নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য ছিল— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্য দিয়েই নৈতিকতা, সততা ও স্বচ্ছতার চর্চা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “একটি সুন্দর ও কল্যাণকর সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

ভাপতির বক্তব্যে নুরুল আওয়াল বলেন“দুর্নীতি একটি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান অন্তরায়। এটি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, বরং নৈতিক অবক্ষয় ঘটায়।
তিনি বলেন,এই দিবস আমাদের মনে করিয়ে দেয়— ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে দুর্নীতিকে ‘না’ বলার মানসিকতা গড়ে তুলতে হবে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতিবিরোধী কার্যক্রমে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনের মাধ্যমে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সচেতন ও দায়িত্বশীল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার ওসি আছলাম আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাদিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।



