রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের দুইজন নিহত
রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিটিহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিটিহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া এলাকার আব্দুল মান্নান খানের ছেলে আজিজুর রহমান পাভেল খান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কিচনিদহ গ্রামের আবুল কাশেমের ছেলে সাইপ্রাস প্রবাসী সইবুর রহমান (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাভেল ও সইবুর একটি মোটরসাইকেলে করে রাজশাহী নগরীর সিটিহাট এলাকায় ইউটার্ন নেয়ার সময় দূরপাল্লার একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের ও হাসপাতালে নেয়ার পর অপরজনের মৃত্যু হয়।
পাভেলের স্বজনরা জানিয়েছেন, সইবুর রহমানের জন্য মোটরসাইকেল ক্রয় করতে রাজশাহীতে যাচ্ছিলেন তারা। গেল ৬ অক্টোবর সইবুর রহমান দেশে এসেছেন। তারা দুপুর ১২টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সিটি হাটের কাছে দুর্ঘটনার শিকার হন। তাদের মরদেহ সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছে।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন জানান, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী আসছিলেন। হাটের কারণে সেখানে যানজট থাকায় রাজশাহীর দিক থেকে যাওয়া একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আজিজুর রহমান পাভেল মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান সইবুর রহমান।
তিনি বলেন, ঘটনার পর মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। চালক ও সহকারী বাস রেখে পালিয়ে গেছে। পরিবার চাইলে মামলা করতে পারে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে আজ বৃহস্পতিবার ফকিরপাড়া ঈদগাহ ময়দানে সকল ৯টায় নামাজে জানাজা শেষে পাভেলকে ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।