বাঘায় বাসের ধাক্কায় ভ‍্যানচালক নিহত

রাজশাহী চারঘাট-বাঘা সড়কের সাজির বটতলা এলাকায় মান্নান কাজীর বাড়ির সামনে বাসের ধাক্কায় মাজদার রহমান (৬০) নামের ভ‍্যানচালক নিহত হয়েছেন

বাঘায় বাসের ধাক্কায় ভ‍্যানচালক নিহত

বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী চারঘাট-বাঘা সড়কের সাজির বটতলা এলাকায় মান্নান কাজীর বাড়ির সামনে বাসের ধাক্কায় মাজদার রহমান (৬০) নামের ভ‍্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ‍্যানচালক বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ানের হাবাসপুর গ্রামের মৃত সৈয়দ আলী ছেলে। শুক্রবার সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা সংঘটিত হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হুমাররা জেসমিন নিপন তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফয়সাল বলেন, দুলদুল পরিবহন(বাসটি)রাজশাহী থেকে বাঘায় দ্রুত গতিতে আসার পথে সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে বাঘা উপজেলার বিনোদপুর সাজির বটতলা মান্নান কাজীর বাড়ির সামনে পৌছালে বাঘা থেকে মীরগঞ্জ অভিমুখে যাওয়া ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালক ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবর পেয়ে বাসটিকে জব্দ করেন বাঘা থানা পুলিশ।

মৃত মাজদার রহমানের স্ত্রী বলেন, সকাল দশটার দিকে বাঘায় ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বের হয়ে ছিলেন আমার স্বামী। দুপুরে বাড়িতেও আসেননি। পরে রাতে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর হাসপাতালে এসে তার নিথর মরা দেহ দেখতে পাই। বাড়ীর একমাত্র উপার্জনকারী স্বামীর শোকে তিনি বার-বার মুর্ছা যাচ্ছিলেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) অ.ফ.ম আসাদ্দুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা বাসটিকে আটক করেছি। মরদেহটি ময়নার তদন্তের জন্য সকালে রামেক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক বাস চালক পলাতক রয়েছেন। বাসটির নম্বর কুমিল্লা-জ-০৪-০০৯৪। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।