শিবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৩ হাজার নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৩ হাজার নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করেছে বিজিবি।
আজ রবিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের একটি আমবাগানে ৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় টেনশিয়ন ট্যাবলেট ও ৪৮ বোতল ফেনসিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত থেকে আসা এসব নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
প্রসঙ্গত,গত ২ মাসে ফেনসিডিলের বিকল্প ২২০০ নেশাজাতীয় সিরাপ ও ২৬ হাজার ৩০০ পিস ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন।




