শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তত্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তত্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে গঙ্গা নদীর তীরে এ ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা হাজারও ভক্তের সমাগম ঘটে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ মোচন ও আত্মশুদ্ধির আশায় ভক্তরা গঙ্গা নদীতে স্নান করেন।গঙ্গাস্নানকে কেন্দ্র করে তত্তিপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষসহ সব বয়সী মানুষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
স্থানীয়রা জানান,প্রতি বছর নির্দিষ্ট সময়ে তত্তিপুরে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে,যা এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে।




