শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার দুপুর ২টায় শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় সেখানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

অফিস সূত্রে জানা যায়, শিবগঞ্জের নরসিংহপুর ইংলিশ এলাকায় এক ব্যক্তি আইন ভঙ্গ করে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ এর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং সেই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।