চাঁপাইনবাবগঞ্জে নদীর পাড় থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুনর্ভবা নদীর পাড়ের মহন্ত ঘাট থেকে কককেল সদৃশ্য বস্তু উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুনর্ভবা নদীর পাড়ের মহন্ত ঘাট থেকে ৮টি কককেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ১০টার দিকে ওই স্থানে পরিত্যক্ত দুটি ব্যাগে মোড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করে পুলিশ।পরে এগুলো থানায় নিয়ে যায় পুলিশ।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে জেলেরা পুনর্ভবা নদীতে মাছ ধরতে এসে মহন্ত ঘাটে দুটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগের ভেতরে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুটি ব্যাগের ভেতর থেকে ৮টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে।
ওসি আরো জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো বিস্ফোরক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বস্তুগুলো পরীক্ষার জন্য রাজশাহী থেকে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। তবে তদন্ত চলছে।
এদিকে জনবসতি এলাকার ঘাটে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।




