শিবগঞ্জে নাহিদ উজ্জামানের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন
শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদ উজ্জামান এর নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের জালমাছমারী ইসরাইল মোড়ে শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাহিদ উজ্জামান এর নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সকালে সূর্য উদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্প অর্পণ ও র্যালি, জাতীয় পতাকাউত্তোলনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে শান্তি নিবিড় পাঠাগারের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা,বৃক্ষরোপণ ও ৬নং জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,অংকন প্রতিযোগিতা,কানসাট সোলেমান ডিগ্রী কলেজ বালিশ খেলায় পুরস্কার বিতরণ করা হয়েছে।