নাচোলে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দুইদিনব্যাপী কর্মশালা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু এবং সম্পূর্ণ নিরপেক্ষ করার লক্ষ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দুইদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

নাচোলে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দুইদিনব্যাপী কর্মশালা

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু এবং সম্পূর্ণ নিরপেক্ষ করার লক্ষ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দুইদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) নাচোল সরকারি কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুম। তিনি তার বক্তব্যে বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু প্রশাসনের নয়—ভোটগ্রহণ কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের ওপরই নির্ভর করে। প্রতিটি কর্মকর্তা যেন দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা বজায় রাখেন—এটাই আজকের সবচেয়ে বড় প্রত্যাশা।”

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রব্বানী সর্দার-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নাচোল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর আসিক, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক এবং জেলা নির্বাচন অফিসার আসাদুল হেলাল, তিনি বলেন

“স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের প্রতিটি কর্মকর্তা হলো রাষ্ট্রের ভরসা। ভোটের দিন যে কোন পরিস্থিতিতে ধৈর্য, ন্যায়পরায়ণতা ও সাহসিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জনগণের বিশ্বাস অর্জনই আমাদের প্রকৃত সাফল্য।”

এসময় উপস্থিত ছিলেন নাচোল সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন এবং থানার অফিসার ইনচার্জ আছলাম আলী।২দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রিজাইডিং অফিসার: ৬০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার: ২৭০ জন,পোলিং অফিসার: ১৩০ জন

এদের ৫টি পৃথক হলরুমে ভাগ করে মোট ৫ জন প্রশিক্ষক দায়িত্ব পালন করেন। প্রশিক্ষকবৃন্দ

১. আজাদুল হেলাল – জেলা নির্বাচন অফিসার, চাঁপাইনবাবগঞ্জ ২. মোঃ আসাদুজ্জামান – উপজেলা নির্বাচন অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩. সাইফুল ইসলাম – সিনিয়র সহকারী সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা

৪. মোঃ কাজল রানা – উপজেলা নির্বাচন অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

৫. মোঃ সাইফুল্লাহ খালেদ সাইফুন – সহকারী উপজেলা নির্বাচন অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর,প্রশিক্ষকরা ভোটগ্রহণ পদ্ধতি, ইভিএম/ব্যালট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা সমন্বয়, জরুরি পরিস্থিতি মোকাবিলা, আচরণবিধি ও নির্বাচন কমিশনের নির্দেশনা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এ প্রশিক্ষণ তাদের নির্বাচন পরিচালনায় আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং দায়িত্ব পালনে আরও প্রস্তুত করেছে।