বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাচোলে বিএনপির শোক কর্মসূচি পালিত

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত শোক কর্মসূচি পালিত হচ্ছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাচোলে বিএনপির শোক কর্মসূচি পালিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃবিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত শোক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার ভোর ৬ টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এরই প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ও দলের নেতা-কর্মীরা ৩ দিনের শোক কর্মসূচি পালন করছেন। 

আজ মঙ্গলবার নাচোল বাজারে দলীয় কার্যালয়ে সকাল থেকে পবীত্র কোরআন খতম, কালোপতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমীত ও কালো ব্যাজ ধারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,নূর কামাল, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুূদ ও সাধারণ সম্পাদক আজিম উদ্দীনসহ পৌর এবং উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আগামীকাল বিকেল ৪ টায় নাচোল কেন্দ্রীয় ঈদগাহে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানায়া অনুষ্ঠিত হবে।