নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আবুল হোসেন নাচোল প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নাচোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপি'র সভাপতি আমিনুল ইসলাম, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা,উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, জামায়াতে ইসলামী পৌর আমির মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, কৃষি কর্মকর্তা সালেহ আকরাম, বিআরডিপি কর্মকর্তা হারুন আর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এমরুল কয়েজ, নাচোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নাচোল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলেও মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান, ছিনতাই ইত্যাদি প্রতিরোধে সকলকে আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও সভায় রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, পানি সরবরাহ সমস্যা সমাধান, এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বিষয়েও আলোচনা হয়। সভায় ইউএনও কামাল হোসেন বলেন

“আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে কাজ করলে নাচোলকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
আলোচনার শেষে সভায় উপস্থিত অতিথিবৃন্দ নাচোল উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও জন নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



