নাচোলে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

নাচোলে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

আবুল হোসেন নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নাচোল উপজেলায় “শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন,

“নারীর প্রতি সহিংসতা শুধু নারীর সমস্যা নয়; এটি সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতির অন্তরায়। শিক্ষা, সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সমাজে ইতিবাচক পরিবর্তন ও অনুকরণীয় অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নারীদের সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত শ্রেষ্ঠ অদম্য নারীরা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা: মোমেনা বেগম, পিতা: মো: ইউনুস আলী, মাতা: সোনাভান।শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ ফরিদা ইয়াসমিন, পিতা: মোঃ ইসমাইল, মাতা: মোছাঃ মনোয়ারা বেগম।

 সফল জননী নারী মোছাঃ জোৎস্না আরা খাতুন, পিতা: আবদুল কুদ্দুস, মাতা: মোছাঃ দোল বাহার বেগম। নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী শ্রীমতি মাধবী রানী, পিতা: শ্রী রতন কর্মকার। সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী মোছাঃ মরিয়ম খাতুন, পিতা: আব্দুল ফারুক, মাতা: রিজিয়াতুন্নেসা।

সম্মাননাপ্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ স্বীকৃতি তাঁদের জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে পরিবার ও সমাজ উন্নয়নে আরও দায়বদ্ধভাবে কাজ করতে উৎসাহ জোগাবে। অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নারী উন্নয়ন, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা হিসাবরক্ষক শহিদুল ইসলাম, নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।