নাচোলে খালেদা জিয়ার গায়েবানা জানাযা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনষ্ঠিত

নাচোলে খালেদা জিয়ার গায়েবানা জানাযা

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিএনপির আয়োজনে বিকেল ৪ টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাযায় সর্বস্তরের জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন। উক্ত জানাযায় ইমামতি করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা রবিউল ইসলাম। 

জানাজায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদ দুরুল হুদা, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি আমিনুল ইসলাম, সাবেক নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত ইসলামী নেতা এডভোকেট সেরাজুল ইসলাম, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হামিদুর রহমান মুকুল, নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি নূহ আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জানাযায় উপস্থিত বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণনাট্য জীবনের ইতিহাস তুলে ধরেন এবং দেশের জন্য তিনি অনেক কিছু ভালো কাজ করেছেন তা বক্তব্যরা বক্তব্যের মাঝে তুলে ধরেন, এসময় নাচোল উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।