নাচোলে ৫৪তম জাতীয় স্কুল-মাদ্রাসা কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪ তম জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪ তম জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতি আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বলেন, খেলাধুলা মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দুরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশী সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। খেলাধুলা উত্তোম শরীর চর্চা ও পরস্পর বন্ধুত্ব গড়ে তোলার মোক্ষোম সুযোগ তৈরী করে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশমার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার দুলাল হোসেন, সহকারী প্রোগ্রামার(আইসিটি) সোহেল রানা, বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকা ও প্রতিযোগিরা উপস্থিত ছিলেন। দু'দিন ব্যাপি এ প্রতিযোগিতায় এ্যথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহণ করছে।




