বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় হল রুমে বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবূ তাহের খোকন এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণের প্রধান অতিথি, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম (তুহিন) এর সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নাচোল সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য শাজাহান আলী, জেলা কোকো ক্রিড়া সহ-সভাপতি তরিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, মোঃ মিজানুর রহমান, পৌর ৭নং ওয়ার্ড বিএনপি নেতা তুষার আহমেদ সহ অন্যান্যোরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে বলেন বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান তিনি সবসময় দেশের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, তারী ধারাবাহিকতায় আমাদের নাচোলের বিএনপি সহ সকল গরীব, দুঃখী ,অসহায় মানুষদের মাঝে শাড়ি,লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।