নাচোলে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত
নাচোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
"সারা দেশের ন্যায়" চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মূড়ালে ফুল শ্রদ্ধা নিবেদন জানানো হয়। পরে পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মতিউর রহমান, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।
অপরদিকে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে ১৫ই আগষ্ট উপলক্ষে শোক র্র্যালী, আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ এর আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোক র্র্যালী বের করে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মূড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। পরে কার্যালয়ে এসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সাধারণ আনোয়ারুল ইসলাম ঝাইটন, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তারেক রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ, পৌর ছাত্রলীগের সভাপতি বকুল, কলেজের সভাপতি আরিফ হোসেন, ফতেপুর ইউনিয়ন সভাপতি বাইজিদ বস্তামী,সাধারণ সম্পাদক মাহবুব আলম সজীব, নেজামপুর ইউনিয়ন সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক লাফাতে, কসবা ইউনিয়ন সভাপতি হাকিম, সাধারণ সম্পাদক সজীবসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে মধ্যে বাজারে পূর্বের ভাড়াকৃত দলীয় কার্যালয়ে একই নিয়মে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।