ভোলাহাটে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস পালিত

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার বিকেল ৩টায় (১৭ নভেম্বর ২০২৫) উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গার ধরবন নামকস্থানে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ভোলাহাটে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস পালিত

ভোলাহাট প্রতিনিধিঃআধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার বিকেল ৩টায় (১৭ নভেম্বর ২০২৫) উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গার ধরবন নামকস্থানে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে মাঠ দিবসে মোঃ শফিকুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর হোসেন মনিটরিং ও মূল্যায়ণ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, মোঃ সুলতান মাহমুদ ভূইয়া-উৎপাদন অর্থনীতিবিদ (পলিশি প্ল্যানিং) পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমান। 

ইউনিয়ন কৃষি অফিসার মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ ওয়াহির রহমান, মোঃ মাশিরুল ইসলাম, কৃষক মোঃ হাফিজুদ্দিনসহ ইউনিয়ন পর্যায়ের কৃষকবান্ধব কৃষিজীবি সাধারণ জনগণ।