বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদ ভোলাহাটে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদ ভোলাহাটে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃসামিরুল ইসলাম প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে।

৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,রহনপুর পৌর সভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমদ।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ভোলাহাট উপজেলার বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে তিনি।

এ সময় তার সাথে ছিলেন, বিএনপি নেতা ফারুক আহমেদ, জাহিদ হাসান মুক্তা,শ্রমিক ফেরদৌস রানা শান্ত, যুবদল নেতা আব্দুল্লাহ,স্বেচ্ছাসেবকদল নেতা আরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে তারিক আহমদ বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে ভোলাহাটে যে লিফলেট বিতরণ করা হচ্ছে, তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।