চাঁপাইনবাবগঞ্জে তিন চোরাকারবারী গ্রেফতার

প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশী চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জে তিন চোরাকারবারী গ্রেফতার

ভোলাহাট প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশী চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ভোলাহাট উপজেলার জেকে-পোলাডাংগা সীমান্তে তাদের গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয় ।

গ্রেফতারকৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের শামিম হোসেন (২৭), একই গ্রামের পলাশ কর্মকার (২৩) এবং শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মিজানুর রহমান (২৩)।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার ভোরে ভোলাহাটের জেকে পোলাডাংগা সীমান্ত পিলার ২০১/৫৯-এস এলাকা দিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে তিনজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে ভারতীয় ৭০ রূপী জব্দ করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলাহাট থানায় মামলা করা হয়েছে।