বিএনপির নির্বাচন কমিটির সদস্য নির্বাচিত হলেন নাজিম উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাজিমুদ্দিন

বিএনপির নির্বাচন কমিটির সদস্য নির্বাচিত হলেন নাজিম উদ্দিন

মোঃ শাহিন শওকত শিবগঞ্জ:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাজিমুদ্দিন। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ নির্বাচন প্রস্তুতিতে তার এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তাকে নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার নির্বাচনে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

নির্বাচিত হওয়ার পর মোঃ নাজিম উদ্দিন দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।