ইমাম আলীর লেখা কলম
ইমাম আলীর লেখা কলম

তুমি তুমি সেই কলম
তোমাকে চিনে না নেয় কেউ এমন
তোমাকে ধরে হচ্ছে লেখা লেখি
তোমাকে ধরে হচ্ছে চুরি ।
তোমার ছোঁয়ায় গড়ে ওঠে দেশ
তবু থেকো তুমি নিরব বেশ
তুমি না থাকলে থেমে যেতো পথ
ভবিষ্যৎ আঁকা হতো না স্বপ্ন-রথ।
নব নব ভাবনার তুমি মূল
তোমার ধরে চেতনায় ফূল
তোমার আঁচড়ে উঠে প্রতিবাদ
তোমার ভাষার উঠে প্রেম সাধ ।
তুমি কথা বলো না তবু শুনি
তোমার আঁচড়ে গড়ে তোল গুণী
রক্ত নয় কালিতে ভাসো
তবু তুমি বিদ্রোহে হাসো।
তূমি তুমি সেই কলম
তোমাকে চিনে না নেয় কেউ এমন ।