কবিতা-বিজয়
কবিতা-বিজয় লেখক মোহা : আলি ইমাম
কবিতা. বিজয়
মোহা : আলি ইমাম
নয় মাস রক্ত ক্ষনের
জীবন গেলো লক্ষ প্রাণের!
মাতৃভূমির ত্যাগে
বিজয় কীর্তন দেশের তরে।
সব হানাদার ঘায়েল করে
নতুন রবি উদয়।
২৫ তারিখ রাত্রি বেলা
গনহত্যার চিত্র কলা।
ধর্ষন আর আর্তনাদ
সকল শ্রেণীর পেশা জীবী।
সমিল হয়ে লড়িলো সবাই
উঠিল বিজয় কীর্তন
ছিনিয়ে আনিল দামাল ছেলে।
লাল সবুজ
বিজয় রতন।