খাঁটি ভালোবাসার ফলাফল

সত্যিকারের ভালোবাসা হেরে যায় দেহ ভোগ করা ভালোবাসার জয় হয় মন প্রাণ দিয়ে ভালোবাসে যে নারীকে মিথ্যা প্রতিশ্রুতি ধোঁকা দেয় পুরুষকে

খাঁটি ভালোবাসার ফলাফল

 - মোঃ অনিক দেওয়ান 

সত্যিকারের ভালোবাসা হেরে যায়

দেহ ভোগ করা ভালোবাসার জয় হয়

মন প্রাণ দিয়ে ভালোবাসে যে নারীকে 

মিথ্যা প্রতিশ্রুতি ধোঁকা দেয় পুরুষকে।

প্রেম ভালোবাসার মাঝে বিচ্ছেদ হয়

খাঁটি প্রেমের সম্পর্ক কখনো দূরত্ব নয় 

পবিত্র ভালোবাসায় মজবুত রয় 

ভালোবাসার বন্ধন সংসার গড়ায়।

দেহ দেখা"শরীর স্পর্শ ভালোবাসা নয়

সম্পর্ক পবিত্র টিকিয়ে রাখা উত্তময় 

ভালোবাসা জুটি বন্ধন দৃঢ় প্রত্যয় 

খাঁটি ভালোবাসার একদিন হবে জয়