নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় শহীদ ৬ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় শহীদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৭ আগস্ট) রসুলপুর ইউনিয়নের আক্কেলপুর সাঁওতাল পাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শহীদ আক্কেলপুর ডাঙ্গাপাড়া এলাকার শরিফ আহমেদের ছেলে ও স্থানীয় একটি ব্রাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভটভটিতে সোনাইচন্ডী হাটের উদ্দেশ্যে গরু বোঝাই করে নিয়ে যাচ্ছিল বেপারীরা। পথে শহীদ ভটভটিকে লক্ষ্য না করে দৌড় দিলে গাড়ির চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু শহীদের।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।