চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করে জেলার মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করে জেলার মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক।

জানা গেছে, কয়েকদিন ধরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। তাপমাত্রা নেমে আসে ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে। এতে সাধারণ জনগণ, বিশেষ করে দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ চরম দুর্দশায় পড়েন এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে রবিবার (১১ জানুয়ারি) মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিজ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যান। সেখানে তিনি শীতার্ত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে উষ্ণতার প্রতীক হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় তাঁর এই মানবিক উদ্যোগে সুবিধাভোগীরা আবেগাপ্লুত ও বিস্মিত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।