জাতীয় শিক্ষা সপ্তাহ চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬খ্রি: এর উপজেলায় পর্যায়ে,একধারে শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক, মোহা: ওহিদুল ইসলাম সুমন সহকারী শিক্ষক বিনোদপুর উচ্চ বিদ্যালয়

শিবগঞ্জ প্রতিনিধিঃজাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬খ্রি: এর উপজেলায় পর্যায়ে,একধারে শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক, মোহা: ওহিদুল ইসলাম সুমন সহকারী শিক্ষক বিনোদপুর উচ্চ বিদ্যালয়।
শ্রেষ্ঠ স্কাউটারের কৃতিত্ব অর্জন এবং ঐতিহ্য ও গৌরবের বিদ্যালয় বরাবরই মত শ্রেষ্ঠ স্কাউটস প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। আরো অন্যান্য শিক্ষকেরা বলেন আমরা বিশ্বাস করি, আপনার হাত ধরেই বিদ্যালয়ের স্কাউটস তার ঐতিহ্য ও সংস্কৃতির স্বমহিমায় উদ্ভাসিত হয়ে বিনোদপুর উচ্চ বিদ্যালয়কে শুধু উপজেলা নয় পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলায় রিপ্রেজেন্ট করবে, ইনশাআল্লাহ। পরিশেষে, আপনার ও বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি।




