ফ্রিতে অটোগ্রাফ দেয়া বন্ধ করছেন ইয়ামাল!
প্রিয় ব্যক্তির কাছ থেকে অটোগ্রাফ পেতে কার না ভালো লাগে। এক-দুই শব্দে একটা কিছু লিখে দেবেন, সঙ্গে সাক্ষর থাকবে; এই স্মৃতি ভক্তের কাছে জমা থাকবে বছরের পর বছর

প্রিয় ব্যক্তির কাছ থেকে অটোগ্রাফ পেতে কার না ভালো লাগে। এক-দুই শব্দে একটা কিছু লিখে দেবেন, সঙ্গে সাক্ষর থাকবে; এই স্মৃতি ভক্তের কাছে জমা থাকবে বছরের পর বছর। লামিন ইয়ামালের ভক্তদের এই স্মৃতি জমাতে একটু জটিলতার মধ্যে দিয়েই যেতে হবে। ফ্রিতে যে অটোগ্রাফ দেয়া বন্ধ করে দিচ্ছেন তিনি!
দুনিয়ার সবাই ফ্রিতেই ভক্ত-সমর্থকদের অটোগ্রাফ দিয়ে থাকেন। লামিন ইয়ামাল ভিন্ন পথে হাঁটতে চাইছেন। কাতালান সংবাদ মাধ্যম মুন্দো ডিপোর্টিভোর তথ্যানুযায়ী, অটোগ্রাফ বেচার ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন তিনি। এরইমধ্যে নাকি ফ্রিতে অটোগ্রাফ দেয়া বন্ধও করে দিয়েছেন।
বার্সেলোনার একটি বিশেষায়িত ওয়েবসাইট লামিনেকে অটোগ্রাফ বিক্রির এই প্রস্তাব দিয়েছে। দুই পক্ষের চুক্তি হলে ইয়ামালের অটোগ্রাফের জন্য সমর্থকদের অর্থ গুনতে হবে। ওই বিশেষায়িত ওয়েবসাইটই অটোগ্রাফের ব্যবস্থা করে দেবে।
ইয়ামাল অর্থের বিনিময়ে অটোগ্রাফ দেয়া শুরু করলে ঝামেলায় পড়বে বার্সেলোনা। স্পন্সর কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী, তাদের দলের খেলোয়াড়দের বিভিন্ন অনুষ্ঠানে অটোগ্রাফ দিতে হয়। তারা ফ্রিতেই ইয়ামালের অটোগ্রাফ চালু রাখার ব্যাপারে কাজ করছে।
ইয়ামাল ইউরো জেতার আগে থেকেই জনপ্রিয়তা ধরে ফেলেছেন। দিনদিন তার নামডাক বেড়েই চলেছে। বর্তমানে সেরা ফুটবলারদের একজন মনে করা হচ্ছে তাকে। তার এই তারকাখ্যাতি কাজে লাগিয়েই ওই বিশেষায়িত ওয়েবসাইট অর্থ আয়ের পথ বের করছে।
ফোর্বসের জরিপ অনুযায়ী, ইয়ামাল সর্বোচ্চ আয় করা ফুটবলারদের মধ্যে ১০ম হয়েছেন। ২০২৫-২৬ মৌসুমে তার আয় ৪৩ মিলিয়ন ডলার। অটোগ্রাফের ব্যাপারে চুক্তিতে সই করলে আগামী বছর নিশ্চিতভাবেই তার আয় বাড়বে।
চাঁপাই প্রেস/সূত্র_সময় নিউজ টিভি