চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের আসরটি এবার রাজশাহীতে বসবে
চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ায়ে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এসময় তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে রক্তস্নাত একটি দেশ। এদেশের প্রতিটি ধূলিকণায় শহীদের রক্তমাখা। তোমাদের প্রতি আমার বিশ্বাস, তোমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক চেতনার মাদক ও বাল্যবিয়েমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিবে। তোমাদের সর্বোচ্চ মেধা দিয়ে তোমরা গড়ে উঠবে- তোমাদের প্রতি এই আমার আহ্বান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলার হয়ে অংশগ্রহণ করেন। এর আগে তারা উপজেলাপর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জেলাপর্যায়ে খেলার সুযোগ পান।
উল্লেখ্য, এবার ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের আসরটি এবার রাজশাহীতে বসবে।