চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা

জেলা প্রশাসক বলেন যুবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে যুবকরা যত দক্ষ হবে দেশ তত উন্নততর হবে

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে। যুবকরা যত দক্ষ হবে, দেশ তত উন্নততর হবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, ডেমোক্রেসিওয়াচের কো-অর্ডিনেটর এস এম মঈন। এসময় তিনি প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, আস্থা প্রকল্পটির মাধ্যমে জেলার যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক সানজিদা লিপি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান, নবজাগরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালামসহ অন্যরা।