গোমস্তাপুরে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮জন গ্রেপ্তার
স্থানীয়দের অভিযোগে জানা যায় কেডিসিপাড়া এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে সেখানে যুবকদের মাঝে বিক্রি করত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কেডিসিপাড়ায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবন করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার দুপুরে এই অভিযান চালায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-জানায়, স্থানীয়দের অভিযোগে জানা যায় কেডিসিপাড়া এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে সেখানে যুবকদের মাঝে বিক্রি করত। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে র্যাবের অপারেশন দল সেখানে অভিযান চালায়। এসময় মাদক বিক্রয় ও সেবন করার সময় গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের বাড়ি গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।