শনিবার বুড়িচংয়ে আসছেন জামায়াতে ইসলামের আমির ডা.শফিকুর রহমান 

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলায় সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান

শনিবার বুড়িচংয়ে আসছেন জামায়াতে ইসলামের আমির ডা.শফিকুর রহমান 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলায় সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সফর উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 

এদিন বেলা ১২টায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহাসিক নিমসার কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন। তিনি জানান, নিমসার কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। 

ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত, সাউন্ড সিস্টেম, ব্যানার-ফেস্টুনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতে ইসলামের নিজস্ব স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করবেন, যাতে সভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। 

এ সময় তিনি দলের আগামী দিনের নির্বাচনী সংক্ষিপ্ত ইশতেহার ঘোষণা করেন এবং বুড়িচং উপজেলার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলা সভাপতি মো. সফিউল্লাহ, বুড়িচং পৌরসভা আমীর মো. তাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।