শিবগঞ্জে গানপাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও গানপাউডার উদ্ধার করেছে র্যাব।

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও গানপাউডার উদ্ধার করেছে র্যাব। শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেড়িবাঁধ সংলগ্ন একটি লিচু বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ কেজি ৩০৬ গ্রাম গানপাউডার, বোমা তৈরির সরঞ্জাম কাঁচের গুড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার পেরেক ১৮৭ গ্রাম, ২টি লাল রংয়ের কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ৬টি গ্যাস লাইটার।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




