বিনোদপুর আলিম মাদ্রাসায় অভিবাবক সমাবেশ

বিনোদপুর আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে 'শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের ভূমিকা শীর্ষক' বিনোদপুর কলেজে অভিভাবক ও সূধী সমাবেশ

বিনোদপুর আলিম মাদ্রাসায় অভিবাবক সমাবেশ

আরাফাত হোসেন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: বিনোদপুর আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে 'শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের ভূমিকা শীর্ষক' বিনোদপুর কলেজে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আফতাবুজ্জামান-আল-ইমরান।

সভাপতিত্ব করেন,মোহাঃ উমার ফারুক, অধ্যক্ষ;বিনোদপুর আলিম মাদ্রাসা,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।

মোঃ মুনিরুল ইসলাম ,সহকারী শিক্ষক, বিনোদপুর আলিম মাদ্রাসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মুরশিদুল আলম,একাডেমিক সুপারভাইজার, শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ। 

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ সাদেকুল ইসলাম, উপাধ্যক্ষ; বিনোদপুর আলিম মাদ্রাসা। প্রভাষক, সহ: অধ্যাপক, প্রদর্শক, কর্মকর্তা-কর্মচারী,সূধীজনরা, অভিভাবক বৃন্দ, প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন বিভাগে অধ্যায়রত শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে আফতাবুজ্জামান বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের ভূমিকা অপরিসীম ও অতুলনীয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম ও নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে; সরকার। পথশিশু, অটিজম ও গরিব শিক্ষার্থীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করছেন যা আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সচেষ্ট ভাবে কাজ করছি। আমরা শিক্ষা ব্যবস্থাকে নানামুখী উদ্যোগে গ্রহন করে তরান্বিত করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। শিক্ষার্থীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে করিয়ে কর্মদক্ষ ও স্বনির্ভর করছি। তোমাদের সৃষ্টি ও প্রতিভাকে বিকাশিত করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে সব সময়।

সভাপতিত্বের বক্তব্যে মোহাঃ উমার ফারুক বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড তাই শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে অভিভাবকদের ভূমিকা অনেক। তাই আমরা অভিভাবকদের কাছে অনুরোধ করেছি শিক্ষা প্রতিষ্ঠান মুখী করতে হবে সন্তানদের। একজন অভিভাবক হচ্ছে শিক্ষার্থীদের প্রথম শিক্ষক,তাই আপনাদের ভূমি অপরিসীম।