ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে দুমকিতে কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী কর্মশালা
বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী প্রচারণা সমন্বয় টিমের উদ্যোগে দুমকি উপজেলা যুবদলের সাথে নির্বাচনী কর্মশালা
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবদলের নির্বাচনী প্রচারণা সমন্বয় টিমের উদ্যোগে দুমকি উপজেলা যুবদলের সাথে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পটুয়াখালী-১ আসনের যুবদলের নির্বাচনী প্রচারণা টিমের অন্যতম সমন্বয়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল কর্তৃক গঠিত নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক অ্যাড. এবিএম মহসিন বিশ্বাস,খন্দকার মোঃ রিয়াজ,অ্যাড.এম এ মজিদ (মানিক),সাইফ খান মিজান প্রমূখ।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, শামিম হাওলাদার, জাকির আলম মিলন, জসিম উদ্দিন সম্ভু,হাবিবুর রহমান,সাইদুর রহমান খান,মাইনুল হাসান, সহিদুল ইসলাম সহিদ সরদার, ইব্রাহিম খান।
কর্মশালায় বক্তারা বলেন,পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের অসংখ্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।




