কৃষকবান্ধব বাংলাদেশ গড়তেই ৩১ দফা-কৃষকদলের দাবি
পটুয়াখালীর দুমকিতে কৃষক দলের মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মাটি ও মানুষের জন্যই রাজনীতি করে গেছেন। কৃষকদের জীবনমান উন্নয়নেই তাঁর সব উদ্যোগ ছিল নিবেদিত।
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে কৃষক দলের মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মাটি ও মানুষের জন্যই রাজনীতি করে গেছেন। কৃষকদের জীবনমান উন্নয়নেই তাঁর সব উদ্যোগ ছিল নিবেদিত।

তিনি বলেন, জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি খুব অল্প সময়েই জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বৈপ্লবিক পরিবর্তন এনে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। “তিনি ছিলেন সত্যিকার দেশপ্রেমিক। জাতি তাঁর অবদান কখনো ভুলবে না,” মন্তব্য করেন আলতাফ চৌধুরী।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার ঘোষিত ৩১ দফা হলো জাতির মুক্তির সনদ। একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে— তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
দুমকি উপজেলা কৃষকদল আয়োজিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন” বিষয়ক মতবিনিময় সভাটি সকাল ১১টায় দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৈফিক আলী খান কবির, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এড. আনিসুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।সভায় প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা কৃষকদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাংগাসিয়া ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, লেবুখালী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাগর হাং, দুমকি উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ফিরোজ আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মর্তুজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ ও যুবদল নেতা মিজানুর রহমান লালমিয়া।
সভায় বক্তারা বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হবে, কৃষি ইনপুটের দাম কমবে এবং কৃষিভিত্তিক অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।



