দুমকীতে ইয়াবাসহ মাদকসম্রাট জিয়া গ্রেফতার

পটুয়াখালীর দুমকীতে ৬৫০পিচ ইয়াবাসহ মো: জিয়াউর রহমান জিয়া (২৪)এক যুবকে আটক করা হয়েছে।

দুমকীতে ইয়াবাসহ মাদকসম্রাট জিয়া গ্রেফতার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে ৬৫০পিচ ইয়াবাসহ মো: জিয়াউর রহমান জিয়া (২৪)এক যুবকে আটক করা হয়েছে।

‎শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার পায়রা সেতু টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে আসামী মোঃ জিয়াউর রহমান জিয়াকে আটক করে দুমকী থানা পুলিশ। 

‎জিয়াউর রহমান কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানা ও কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড

‎সাং সুগন্ধা লাইট হাউস,খুকু হাওলাদার মনিরের ছেলে,বর্তমানে পটুয়াখালী সদর উপজেলায় পিয়ারপুর মৌকরন বসবাস করেন।

‎দুমকী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।