বুড়িচংয়ে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

বুড়িচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে

বুড়িচংয়ে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:বুড়িচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, সেনাবাহিনীর ২৩ বীরের প্রতিনিধি সুমন, শংকুচাইল বিওপির সুবেদার আবদুর রাজ্জাক, বুড়িচং থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. আশিক-ই-রাব্বী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জনি পাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ তানভীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ আবদুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশ্রাফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবীবুর রহমান, আনসার বিডিপি প্রতিনিধি নুরুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ জহিরুল ইসলাম, গ্রাম আদালত উপজেলা সমন্বয়ক মোশাররফ হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল, ভারেল্লা উত্তর ইউনিয়নের সদস্য আবদুল মান্নান, বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় নির্বাচনকালীন সময়ে সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।