বুড়িচংয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটি এম মিজানুর রহমান চেয়ারম্যান এর নিদের্শনা উপজেলা বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে।

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটি এম মিজানুর রহমান চেয়ারম্যান এর নিদের্শনা উপজেলা বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পীরযাত্রাপুর ইউনিয়ন এর সাদকপুর সূত্রধর বাড়ি, উঃ শ্যামপুর সূত্রধর বাড়ি, সদর কালী বাড়িসহ অন্যান্য পূজা মণ্ডপে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতারা। তারা পূজার নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুয়ামুন কবির বাবুল , আবু নাসির মুন্সী ( সাংগঠনিক -২) শ্রমিক দলের সভাপতি ও বিএনপির সাবেক সাধারণ মানুষ সানাউল্লাহ মোল্লা, কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিআরটিবির চেয়ারম্যান কবির হোসেন, সদর ইউনিয়নের সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মেম্বার, বিএনপির নেতা মানিক, ফারুক মাষ্টার,যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূঁইয়া,যুব দলের নেতা মাসুদ পারভেজ, মাইন উদ্দিন, ছাত্রদলের আহ্বায় স্বপন আহমেদ পাখি সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। শারদীয় দুর্গাপূজা এদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এখানে সবার অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। তারা প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও যে কোনো উৎসব ও জনস্বার্থে সবসময় জনগণের পাশে থাকবে বিএনপি।