বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কুমিল্লার বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শামসুল ইসলামসহ কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা ও সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।

এসময় বসতবাড়িতে শাকসবজি চাষে উৎসাহ দিতে ১৬০ জন কৃষক-কৃষাণীকে বীজ ও সার প্রদান করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে ১ বিঘা জমিতে চাষের জন্য ৫০ জন লাউ চাষী, ৮০ জন বেগুন চাষী, ৫০ জন মিষ্টি কুমড়া চাষী ও ৫০ জন শসা চাষীকে হাইব্রিড বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার করে বিতরণ করা হয়।

এছাড়া ২০ জন গম, ২৫০ জন সরিষা, ১০ জন মসুর ডাল এবং ২০ জন সূর্যমুখী চাষীকে রবি প্রণোদনার আওতায় বীজ ও সার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং শীতকালীন সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।