দাঁড়িপাল্লা প্রতীক পেলেন ডক্টর মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসাইন কুমিল্লা -৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে তাঁর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ পেয়েছেন

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসাইন কুমিল্লা -৫(বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে তাঁর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডক্টর মোবারক হোসাইন বলেন, “আমি নির্বাচনের সকল আচরণবিধি ও সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলবো। পাশাপাশি আমার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মীও আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবে।
তিনি আরও জানান, প্রতীক পাওয়ার খবর শুনে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সাধারণ মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।




