নাসিরনগরে চেয়ারম্যানের সিল জালিয়াতি অভিযোগ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের সিল অবৈধভাবে রেখে জালিয়াতি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

নাসিরনগরে চেয়ারম্যানের সিল জালিয়াতি অভিযোগ ব্যবসায়ীকে জরিমানা

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের সিল অবৈধভাবে রেখে জালিয়াতি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার ১৯ জানুয়ারি নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। 

অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সঞ্জিত সরকারের দোকান থেকে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের একাধিক সিল উদ্ধার করা হয়। অবৈধভাবে সিল সংরক্ষণের অভিযোগে সঞ্জিত সরকার (৪৬)কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জমি খারিজ, ওয়ারিশান সনদ ও চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সহ বিভিন্ন সরকারি কাগজপত্র জালিয়াতির উদ্দেশ্যে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর নকল করে এসব সিল ব্যবহার করা হতো। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, সরকারি কাগজপত্র জালিয়াতির উদ্দেশ্যে এসব সিল রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জালিয়াতি চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।