ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৮ বাংলাদেশি প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে ৭জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এবং ১জন রাউজান উপজেলার বাসিন্দা।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধিঃ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৮ বাংলাদেশি প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে ৭জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এবং ১জন রাউজান উপজেলার বাসিন্দা।

শনিবার ১৮ অক্টোবর রাত সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিহতদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রাত ৯টা ২০ মিনিটে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রাউজানের চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে আলাউদ্দিনের মরদেহ শনিবার রাতেই গ্রামের বাড়িতে পৌঁছে দাফন করা হয়।

বাকি সাত প্রবাসীর মরদেহ আজ রোববার (১৯ অক্টোবর) সকালে সন্দ্বীপে পৌঁছায়। স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান প্রিয়জনের নিথর দেহ।

সকালে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে সাতজনের জানাজার আয়োজন করা হলেও গোসল সম্পন্ন না হওয়ায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে নিজ নিজ এলাকায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

নিহতরা হলেন— আমিন মাঝি (৫০), সাহাবুদ্দিন (২৮), বাবলু (২৮), রকি (২৭), আরজু (২৬), জুয়েল (২৮), মোশারফ হোসেন রনি (২৬) এবং রাউজানের আলাউদ্দিন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আয়োজন করা হলেও গোসল সম্পন্ন না হওয়ায় নিহতদের নিজ নিজ এলাকায় জানাজা সম্পন্ন হয় এবং সেখানেই তাদের দাফন করা হয়।

এর আগে, গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এই ৮ প্রবাসী বাংলাদেশি নিহত হন। তারা সবাই সাগরে মাছ ধরার কাজ করতেন।

তাদের মৃত্যুতে সন্দ্বীপজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।