ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে শাহ আনোয়ার রহ.ফাউন্ডেশনের অংশগ্রহণ

চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় ৫শতাধিক মানুষ খৎনা,নাক ও কর্নছেদন,ডায়াবেটিস,প্রেসার ও মেডিসিন সেবা গ্রহণ করেন।

ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে শাহ আনোয়ার রহ.ফাউন্ডেশনের অংশগ্রহণ

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীস্থ চৌধুরীহাটের পশ্চিমে (চসিক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড) হযরত শাহজালাল বোখারী রহ. বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প ও মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 

শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের অংশগ্রহণ করে।ফাউন্ডেশন এর কর্ণধার লায়ন ডাক্তার হাফিজুর রহমান এতে বক্তৃতা করছেন। এছাড়া তাঁর নেতৃত্বে পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় ৫শতাধিক মানুষ খৎনা,নাক ও কর্নছেদন,ডায়াবেটিস,প্রেসার ও মেডিসিন সেবা গ্রহণ করেন।