ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার-সহজ ৭টি নিরাপত্তা টিপস
আমরা এখন কেনাকাটাসহ অনেক কাজই কার্ড দিয়ে করি দোকানে কেনাকাটা, অনলাইনে অর্ডার, রেস্টুরেন্টে বিল দেওয়া, এমনকি হোটেল বা টিকিট বুকিং সব কিছুতেই ডেবিট বা ক্রেডিট কার্ডই ভরসা।

আমরা এখন কেনাকাটাসহ অনেক কাজই কার্ড দিয়ে করি—দোকানে কেনাকাটা, অনলাইনে অর্ডার, রেস্টুরেন্টে বিল দেওয়া, এমনকি হোটেল বা টিকিট বুকিং সব কিছুতেই ডেবিট বা ক্রেডিট কার্ডই ভরসা।
এই কার্ড ব্যবহারে যেমন সুবিধা আছে, তেমনি কিছু ঝুঁকিও আছে। প্রতারকরা এখন নানা কৌশলে কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিচ্ছে। তবে একটু সচেতন হলে এই ঝুঁকি সহজেই এড়ানো যায়। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়—
পিন,পাসওয়ার্ড বা ওটিপি কাউকে বলবেন না_আপনার কার্ডের পিন, পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) একান্ত ব্যক্তিগত। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনো এগুলো চায় না। কেউ ফোনে বা মেসেজে চাইলে বুঝবেন, প্রতারণার ফাঁদ পাতা হয়েছে।
মোবাইল বা কম্পিউটার ভাইরাসমুক্ত রাখুন_অনলাইনে ব্যাংকিং করলে বা কার্ড ব্যবহার করলে আপনার মোবাইল বা কম্পিউটার সুরক্ষিত রাখা খুব জরুরি। ভাইরাস বা স্পাইওয়্যার থাকলে প্রতারকরা আপনার তথ্য চুরি করতে পারে। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং নিয়মিত স্ক্যান করুন।
ফিঙ্গারপ্রিন্ট সাইন ইন ব্যবহার করুন_যেখানে সম্ভব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাইন ইন করুন। এতে আপনার তথ্য আরও সুরক্ষিত থাকে এবং অন্য কেউ সহজে প্রবেশ করতে পারে না।
সহজ পিন ব্যবহার করবেন না_১-২-৩-৪ বা জন্মতারিখের মতো সহজ পিন দিলে হ্যাকারদের জন্য কাজ সহজ হয়ে যায়। পিন এমনভাবে তৈরি করুন, যা আন্দাজ করা কঠিন এবং কারও সঙ্গে শেয়ার করবেন না।
কার্ড হারালে সঙ্গে সঙ্গে লক করুন_যদি কার্ড হারিয়ে যায় বা খুঁজে না পান, সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করে বা অ্যাপে গিয়ে কার্ড লক করুন। দেরি না করে প্রয়োজনে নতুন কার্ডও নিন।
অচেনা লিংক ও অ্যাপে ক্লিক করবেন না_অপরিচিত লিংক বা সন্দেহজনক অ্যাপে ক্লিক করলে আপনার তথ্য চুরি হতে পারে। কোনো কিছু ডাউনলোড বা ক্লিক করার আগে নিশ্চিত হন সেটি নিরাপদ কি না।
লেনদেনের সতর্কতা বজায় রাখুন
- কার্ড দিয়ে লেনদেন করলে নোটিফিকেশন চালু রাখুন
- নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে দেখুন
- কার্ডের লেনদেনের সীমা নির্ধারণ করুন
- অটো-পেমেন্ট চালু থাকলে খেয়াল রাখুন
- একই কার্ড অনেক অ্যাপে না দিন
ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে একটু সতর্ক হলেই আপনি প্রতারণার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারেন। তাই প্রতিদিনের কাজের মাঝে সামান্য সচেতনতা রাখলেই হতে পারেন ঝামেলামুক্ত।
সূত্র_দৈনিক কালবেলা