চাঁপাইনবাবগঞ্জে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার সংসদীয় ৩টি আসনে মোট ২১ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন ১৬ জন প্রার্থী।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপি প্রার্থী মো. শাহজাহান মিঞা, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কেরামত আলী, জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতের মু. মিজানুর রহমান, জাতীয় পার্টির খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-বিএনপির মো. হারুনুর রশিদ হারুন, জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির ফজলুর রহমান খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম ও গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম।




