পাকিস্তানের বিমান হামলাকে ‘বর্বর’ আখ্যা দিলেন রশিদ খান
সপ্তাহখানেক ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। ৯ অক্টোবর কাবুলে হামলা করে শুরুটা করেছিল পাকিস্তান

সপ্তাহখানেক ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। ৯ অক্টোবর কাবুলে হামলা করে শুরুটা করেছিল পাকিস্তান। দেশটি গতকাল পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলা চালিয়েছে। এতে আফগানিস্তানের ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আফগানিস্তানের দাবি, এই হামলায় তাদের ৩ ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৭ জন। নিহত ক্রিকেটাররা হলেন- কবীর, সিবগাতুল্লাহ ও হারুন। তারা প্রীতি ম্যাচ খেলতে পাকতিকার শারানায় গিয়েছিলেন।
এই হামলার প্রতিবাদ করেছেন আফগানিস্তানের সাদা বলের অধিনায়ক রশিদ খান। ফেসবুকে এক স্ট্যাটাসে পাকিস্তানের হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং বিশ্ব মঞ্চে জাতির প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন এমন উচ্চাকাঙ্ক্ষী তরুণ ক্রিকেটারদের প্রাণহানি ঘটেছে। বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ করা সম্পূর্ণ অনৈতিক এবং বর্বর। এই অন্যায্য ও বেআইনি কাজগুলো মানবাধিকারের গুরুতর লঙ্ঘন...।
রাওয়ালপিন্ডিতে আগামী ১৭ নভেম্বর থেকে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ হওয়ার কথা ছিল। তিন ক্রিকেটার নিহত হওয়ার প্রতিবাদে আফগানিস্তান ওই সিরিজ বর্জন করেছে। এসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘মর্মান্তিক এই ঘটনার প্রতিক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নভেম্বরের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। সৃষ্টিকর্তা শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আহতদের দ্রুত আরোগ্য দান করুন এবং এই শোকের সময়ে তাদের পরিবারকে ধৈর্য,প্রতিদান এবং শক্তি দান করুন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন রশিদ খান। তিনি লেখেন, ‘মূল্যবান নিরীহ আত্মাদের হারিয়ে যাওয়ার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সূচি থেকে এসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের সঙ্গে আছি, আমাদের জাতীয় মর্যাদাকে অগ্রাধিকার দিতে হবে।
চাঁপাই প্রেস/সূত্র_সময় টিভি নিউজ