র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে আর্জেন্টিনা-বাংলাদেশ-অবনতি ব্রাজিলের

চলতি মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে

র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে আর্জেন্টিনা-বাংলাদেশ-অবনতি ব্রাজিলের
সংগ্রহীত ছবি

চলতি মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ। হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। অক্টোবরে দুটি প্রীতি ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনাও পেয়েছে পুরস্কার।

গতকাল (১৭ অক্টোবর) প্রকাশিত হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৪ নম্বর থেকে ১৮৩ নম্বরে উঠেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এগুলেও ৫.১৮ পয়েন্ট কমেছে হাভিয়ের ক্যাবরেরার দলের। ৮৯৯.২৪ পয়েন্ট থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ৮৯৪.০৪।

বাংলাদেশের উন্নতি হয়েছে মূলত ব্রুনেই দারুসসালামের অবনতিতে। ১৯ পয়েন্ট হারিয়ে দুই ধাপ নেমে যাওয়ায় (১৮৫) এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে এক জয় ও এক ড্রয়ের পরও দুই ধাপ অবনমন হয়েছে হংকংয়ের। ৫.১৮ পয়েন্ট বাড়লেও ১৪৬ থেকে ১৪৮ নম্বরে নেমে গেছে তারা।

চলতি মাসে ভেনেজুয়েলাকে ১-০ ও পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারানো আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে দুই নাম্বারে উঠেছে। ২.১১ পয়েন্ট বেড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ১৮৭০.৩২ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৭২.৪৩।

এবারের হালনাগাদেও শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তবে এক ধাপ অবনতি হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। দুই থেকে তিনে নেমে গেছে তারা।

অবনতি হয়েছে আরেক পরাশক্তি ব্রাজিলেরও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে নেদারল্যান্ডস। উন্নতি হয়েছে ইতালি ও জার্মানির। যথাক্রমে এক ও দুই ধাপ এগিয়ে নয় ও দশে উঠেছে ইতালি ও জার্মানি। 

চাঁপাই প্রেস/সময় নিউজ টিভি