চাঁপাইনবাবগঞ্জে নারী ফুটবলারকে সংবর্ধনা ও প্রবীণ ক্রীড়া সংগঠককে সন্মাননা

চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে জেলার সফল ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা ও দুজন প্রবীণ ফুটবলার ও সংগঠককে আজীবন সন্মাননা প্রদান করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে নারী ফুটবলারকে সংবর্ধনা ও প্রবীণ ক্রীড়া সংগঠককে সন্মাননা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে জেলার সফল ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা ও দুজন প্রবীণ ফুটবলার ও সংগঠককে আজীবন সন্মাননা প্রদান করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান প্রবাসী রেজা হায়াতের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারই আগ্রহে জেএফএ অনূর্ধ্ব-১৪,ইয়ুথ উইমেন্স ডেভলপমেন্ট প্রোগ্রাম ২০২৫-এর রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ দলের ১৮ জন নারী ফুটবলারের প্রত্যেককে ১০ হাজার টাকা ও অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন রাজশাহী দলে অংশগ্রহনকারী চাঁপাইনবাবগঞ্জের ৫ জন নারী ফুটবলারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে নারীদের ফুটবলকে এগিয়ে নিতে কাজ করা কোচ সেতাউর রহমানকে দেয়া হয় ক্রেস্ট ও ২৫ হাজার টাকা উপহার।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য দু'জন প্রবীণ ফুটবলার ক্রীড়াসংগঠক জনাব ইসরাইল সেন্টু ও জনাব মজিবুর রহমান খানকে আজীবন সন্মাননা স্মারক ও প্রত্যেককে ২৫ হাজার টাকা করে উপহার প্রদান করা হয়।

শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেসমিন খাতুন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রবাসে থাকা রেজা হায়াতের আগ্রহ ও তার একটি লিখিত বার্তা উপস্থাপন করেন সংগঠক আসরাফুল আম্বিয়া সাগর।

অনুষ্ঠানের প্রধান অতিথি নারীদের খেলাধুলাকে আরো এগিয়ে নিতে এমন উদ্যোগ বিশেষ ভুমিকা রাখবে বলে উলে¬খ করেন, সেই সাথে সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুস সামাদ তাঁর বক্তব্যে নারীদের ফুটবলের উন্নয়নে সরকারি সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অুনভূতি প্রকাশ করে বক্তব্য দেন, আজীবন সন্মাননা প্রাপ্ত ক্রীড়া সংগঠক ইসরাইল সেন্টু। সংবর্ধিত ফুটবলার আঁখি আক্তার ও শ্রীমতি সেনোতি। নারী ফুটবলের উন্নতি হচ্ছে উল্লেখ করে, চাঁপাইনবাবগঞ্জের ফুটবলসহ সকল খেলাধুলার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সংবর্ধনা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রবাসী রেজা হায়াতের বড়ভাই ডা. আনোয়ার জাহিদ রুবেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জাহান, ডা. তড়িৎ কুমার সাহা, রোটারিয়ান আজাদুল হক আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তোফাসহ অনান্যরা।

অনুষ্ঠান সঞ্চলনা করেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক।