শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।

সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সভাপতি মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুটবল উপ-কমিটির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ বাবুল উদ্দিন সরদার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী গৌরি চন্দ সিতু, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রোকসানা আহমদ,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কামাল হোসেন ছোটকা ও শেখ মোঃ ফরিদ সায়েম, সহ-সম্পাদক এম কোরাইশি মিলু, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধুসহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যরা। এসময় ক্রীড়ামোদী দর্শকরা খেলা উপভোগ করেন।

সমাপনী খেলায় চ্যাম্পিয়ন হয়, গোমস্তাপুর উপজেলার চৌডালা ফুটবল একাডেমী। রানারআপ হয় সদর উপজেলার পৌর এলাকার ফকিরপাড়া ভাই স্পোর্টিং ক্লাব। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।